মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে ভোলা জেলা ছাত্রলীগের একদল পরিশ্রমী সদস্য।
রবিবার(২৯মার্চ) সকালে তারা শিবপুর, শান্তিরহাট, নবীপুর এলাকার বিভিন্ন পয়েন্টে দোকানে সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ‘সুরক্ষা বৃত্ত’,অসহায় দারিদ্র জেলে পরিবার এর মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন।
ভোলা কলেজের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসরুর মাহমুদ নিলয়ের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তন্ময়, তমাল রহমান, নয়ন, সুশান্ত, ফজলে রাব্বী, কর্ণ দে প্রমুখ। এসময় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ছাত্রলীগের উদ্যোগে দুই শতাধিক মাস্ক বিলি ও জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়েছে।
মাসরুর নিলয় জানায় করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনগণকে সুরক্ষা দিতে ও সচেতন করতে কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে কিছুটা হলেও মানুষ সুরক্ষা পাবে।
Leave a Reply