মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ‘করোনা ভাইরাস’ সংক্রামণ এড়াতে ভোলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে বাইরের জেলার বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এছাড়াও হোটেলে রাত্রি যাপন, সকল ধরনের সভা-সমাবেশ ও জন সমাগম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পর্যটন এলাকায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ঘোরাফেরা করার অভিযোগে ছয় প্রবাসীকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা আদায়কৃত ব্যক্তিদের মধ্যে সদরে তিন মনপুরায় এক ও চরফ্যাশনে দুই জন রয়েছে।
আরও পড়ুন : বিদেশ ফেরত ৩ হাজার ব্যক্তিকে খুঁজছে স্বাস্থ্য বিভাগ
ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত করোনা নিয়ে জেলার সার্বিক অবস্থা অনেক ভালো রয়েছে। বৃহস্পতিবার থেকে নৌ পথ বা অন্য কোন মাধ্যমে যাতে অন্য জেলার মানুষ ভোলায় প্রবেশ করতে না পারে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টির প্রতি নজর রাখতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply