সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলী পৌরসভার ওয়াবদা সড়কের গোলাম মোস্তফা মুন্সি তার ভাইয়ের ছেলে রিয়াজ মুন্সির অত্যাচারে পরিবার নিয়ে অবরুদ্ধ জীবন যাপন করছে। ঘর থেকে দুই কন্যা সন্তান বের হলেই বখাটে রিয়াজ মুন্সির হাতে ইভটিজিংয়ের শিকার হচ্ছে। এতে দুই কন্যা সন্তানকে নিয়ে বিপাকে গোলাম মোস্তফা মুন্সি।
বৃহস্পতিবার আমতলী সাংবাদিক ইউনিয়নে এসে এমন অভিযোগ করেছেন তিনি। দ্রুত বখাটে রিয়াজ মুন্সির বিরুদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি। মোস্তফা মুন্সি ইতিমধ্যে বরগুনা পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, আমতলী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ সাবেক সভাপতি পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াবদা সড়কের বাসিন্দা গোলাম মোস্তফা মুন্সির সঙ্গে ছোট ভাই ছালাম মুন্সির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের কারণে তাদের পারিবারিক কলহ প্রকট আকার ধারণ করেছে।
মোস্তফা মুন্সি অভিযোগ করেন, আমার ভাই ছালাম মুন্সির সঙ্গে আমার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে ছালাম মুন্সির ছেলে রিয়াজ মুন্সি আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। আমার দুই মেয়ে স্কুল ও কলেজে লেখাপড়া করে। মেয়েরা ঘর থেকে বের হলেই রিয়াজ মুন্সি ও তার সহযোগীরা বিভিন্নভাবে আমার মেয়েদেরকে উত্ত্যক্ত করে। বখাটে রিয়াজের ভয়ে আমার মেয়েরা বাহিরে বের হতে পারছে না। দ্রুত এই বখাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। তিনি আরও বলেন, বখাটে রিয়াজ মুন্সির নির্যাতন থেকে আমার দুই মেয়ে ও পরিবারকে রক্ষায় প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি।
এ বিষয়ে রিয়াজ মুন্সি মোবাইল ফোনে বলেন, আমাকে হয়রানি করার জন্য এ সব অভিযোগ করা হচ্ছে। এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে এ রকম অভিযোগ করছেন তিনি। আমি ও আমার পরিবারের নামে চাচা প্রায় ৩০টি মামলা করেছেন। আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, বিষয়টি আমি জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply