মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীর নদীতে ইলিশের অভায়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ৯ জেলেকে কারাদন্ড ও ৩ জেলেকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী এ দন্ডের আদেশ দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মো. নুর ইসলাম (২৫), মো: জুয়েল (২৫), দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোহাগ (২২), সবুজ (২৫), বাহার মাঝি (৩২), হারুন মৃধা (২২),মোসলেউদ্দিন (৪৫), জুয়েল (৩৫), জাফর (২২)। এছাড়া দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের সাগর ও সোহেল ২ জেলেকে ৫ হাজার করে ১০ হাজার ও বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ফয়সাল নামের ১ জেলেকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে শনিবার সকাল ৯ টার থেকে বিকাল ৩ টা পর্যন্ত মেঘনা নদীতে ইলিশ অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply