সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচনে ভোটের আদলে ভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতই এ নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার, ব্যালট পেপার, ব্যালট বাক্স ও ভোট প্রদানের জন্য গোপন কক্ষ (বুথ) সবই ছিল গনতান্ত্রিক নিয়ম অনুযায়ী। আর এসব দায়িত্ব পালন করেন ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই।
রবিবার উপজেলার ১৪ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় নির্বাচনের আদলে স্টুডেন্টস স্কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫ম শ্রেণির ছাত্র সিয়াম নির্বাচন কমিশনার, একই শ্রেণির ছাত্রী বেহেস্তি প্রিজাইটিং অফিসার, লামিয়া ও আবিদ সহ- কারি প্রিজাইটিং অফিসারের দায়ীত্ব পালন করে। পুলিং অফিসার রিদিকা,মালিহা,সুবাহ, মারিয়া দায়ীত্ব পালন করে।
এছাড়া নিরাপত্তার দায়িত্বে ওই বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী পুলিশ ও ২ জন আনসারের দায়িত্ব পালন করেন। ৮২ জন ভোটার দুইটি বুথে তাদের ভোটাধিকার প্রদান করেন। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধ ভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেন। এতে ১৯ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে ৭ জন নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান,উপজেলা সহকারি শিক্ষ অফিসার বিশ্বজিত কর্মকার,মোঃ আহসান,নাজিরপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার নুরুল ইসলাম প্রমুখ। এসময় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের পরিদর্শক আকবার আলী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন মোর্শেদ কিছলু গাজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান সিকদার, সহ-সভাপতি হাফেজ আলতাফ হোসেন, প্রধান শিক্ষক ছবি হালদার, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম স্কুল কমিটির, কবির হোসেন হাওলাদার, ছাত্র গার্ডিয়ান সব থেকে বেশি ভোটে বিজয়ী তানজিলা আক্তারের পিতা আবুল কালাম হাওলাদার উপস্থিত ছিলেন।
বিজয়ী প্রার্থীরা জানান, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার আরও ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশের ন্যায় একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি হালদার বলেন, এই নির্বাচন শিশুদের মধ্যে গনতন্ত্র চর্চার মানসিকতা সৃস্টির লক্ষে আমরা কাজ করে যাই।
নির্বাচিত সদস্যগন হলেন পঞ্চম শ্রেণীর তানজিলা ৫৪ ভোট, ৪র্থ শ্রেণীর সিনথিয়া, ২৮ ভোট, তৃতিয় ফেরদাউস মোল্লা ৪৪ ভোট,সিয়াম ৫ শ্রেণীর ২১ ভোট,গাজী রাহাতুল ৪২ ভোট, পঞ্চম শ্রেণীর জান্নাতি ১৯ ভোট, চতুর্থ শ্রেণীর নিয়াজ পেয়েছেন ২১ভোট। এর মধ্যে সর্বচ্ছো ভোট প্রাপ্তি তানজিলা স্টুডেন্ট কাউন্সেলর নির্বাচিত হয়েছে।
Leave a Reply