রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আর এই সনম্মেলনকে ঘিরে চুল ছেড়া বিশ্লেষন হচ্ছে উপজেলার রাজনৈতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীরা নিজেদের অনুসারি নেতাদের প্রার্থীতার ঘোষনা দিয়ে পোষ্ট দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন গুরুত্বপূর্ন পদ গুলোতে চমক থাকতে পারে। তবে অনেকেই উৎকন্ঠায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের কমিটির কাউন্সিল নিয়ে। কেউ বলছেন কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের নেতাদের মুল্যায়ন করে কর্মী বান্ধব নেতৃত্ব বের করা হবে। আবার অধিকাংশ কর্মীরা বলছেন রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ উপজেলার নেতৃত্ব ঠিক করে দিবেন। এ নিয়ে তর্ক বিতর্কের উর্ধে থেকে চায়ের দোকানে গপ্প জুরে দিচ্ছেন প্রবিন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে ছাত্র নেতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও সাধারন সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপন’র নাম শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিশতী ও সাংগঠনিক সম্পাদক মৃধা আক্তার উজ জামান মিলন’র নাম শোনা যাচ্ছে।
আসছে নতুন কমিটিতে কোন হাইব্রিড নেতা পদ পদবি না পায় সেদিকে হাই কমান্ডের কঠোর দৃষ্টি প্রত্যাশা সাধারণ নেতাকর্মীদের ।
সাধারণত বরিশাল জেলা শহরের কোল ঘেষা বাবুগঞ্জ উপজেলা দক্ষিন অঞ্চলের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে গুরুতপূর্ন ভূমিকা রাখে । তাই ভৌগলিক অবস্থানের কারনেই যেকোন রাজনৈতিক বিষয়ের উপর হাই কমান্ডের তীক্ষè নজর থাকে বাবুগঞ্জে।
Leave a Reply