রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ আবরার হত্যা ও ভারতের সাথে চুক্তির প্রতিবাদে বরগুনা জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ এমন অভিযোগ করেন জেলা বিএনপি’র নেতাকর্মীরা।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সারাদেশের ন্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ব-বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা ও ভারতের সাথে চুক্তির প্রতিবাদে দলীয় কার্যালয় থেকে বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক এ্যাড.আঃ হালিম এর নের্তৃত্বে বিক্ষোভ শুরু করে জেলা বিএনপির নেতা কর্মীরা । শান্তিপূর্ন বিক্ষোভে পুলিশ বাঁধা দেয়। বিক্ষুব্ধ নেতা কর্মীরা পুলিশি বাঁধা উপেক্ষা করে সদর রোড প্রেসক্লাবের দিকে রওনা হলে পুলিশের সাথে নেতা-কর্মীদেও ধস্তা-ধস্তি ও দাওয়া-পাল্টা দাওয়া হয়।
এ সময় পুলিশের লাঠি চার্জে অন্তত বিএনপি’র ৩০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দলীয় সুত্রে জানিয়েছে। পরে পুলিশি ব্যারিকেডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. আঃ হালিম ,যুগ্ম সাঃ সম্পাদক মাইনুল ইসলাম মাইনুদ্দিন,তরিকুজ্জামান টিটু,দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরসহ জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply