সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী পৌরসভার একে হাইস্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসা. আসমা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুরবণ করেছেন।সোমবার দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, শিক্ষিকা আসমা বেগমের বড় মেয়ের সঙ্গে ঢাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে ফিরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন।
তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আমতলী একে হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম বলেন, শিক্ষিকা আসমা বেগমের মৃত্যুতে বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তিনি একজন আদর্শ শিক্ষিকা ছিলেন।
Leave a Reply