সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:একুশে পদকপ্রাপ্ত বরিশালের বিশিষ্ট গুনীজন, সদ্য প্রয়াত নিখিল সেনের পরলোকগমনে স্মরণাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নগরের রজনীগন্ধ্যা কমিউিনটি সেন্টারে উদীচী ও বরিশাল নাটকের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপত্বি করেন প্রবীণ আইনজীবী ও সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল।বক্তারা নিখিল সেনের কর্মময় জীবনের আলোকপাত করে তাঁর কর্ম ও আদর্শকে বাঁচিয়ে রাখতে সকলের প্রতি আহবান জানান।
বক্তারা বলেন, নিখিল সেন ছিলেন সাহিত্য, সংস্কৃতি, সামাজিক ও রাজনৈতিক এক কথায় সব অঙ্গনেই সমাদৃত ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু.জিয়াউল হক, বরিশালের জেলা প্রশাসক অজিয়র রহমান, প্রফেসর ডা. রনজিৎ খাঁ, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের আরডি এস.এম জাহিদ হোসেন, সমাজসেবী বিজয় কৃষ্ণ দে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. এস.এম ইকবাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সৈয়দ দুলাল, মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, মুক্তিযোদ্ধা এম.জি কবির ভুলু, অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, শান্তি দাস, প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, নজমুল হোসেন আকাশ, অ্যাড. বিশ্বনাথ দাস মুন্সী, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, বাসুদেব ঘোষ, আজমল হোসেন লাবু প্রমুখ।
Leave a Reply