সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ ৯৯৯ এ ফোনের সহায়তায় ইন্দুরকানীতে কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় মংলা উপজেলার জিউধারা এলাকার মোঃ আউয়াল এর মেয়ে খুলনার খানজাহান আলী বিজ্ঞান প্রযুক্তি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নুসরাত (১৮)কে উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। নুসরাত জানায়, ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারন চন্ডিপুর গ্রামের কাঞ্চন শেখের ছেলে মিজান শেখের সাথে ফেসবুকে মাধ্যমে দুই বছর আগে পরিচয় হয় এবং তার সাথে প্রেমের সম্পর্ক হয়। সে আমাদের বাড়ীতে একাধিক বেড়াতে যায়।
আমাকে বিবাহের প্রলাবন দেখিয়ে বিভিন্ন সময় আমার পরিবারে সাথে সুসম্পর্ক সৃষ্টি করে। বুধবার সকালে ফোনের মাধ্যমে তার অসুস্থতার কথা বলে আমাকে আসতে বলে। আমি তার বাড়ীতে আসলে সন্ধ্যা পর্যন্ত তার অপেক্ষা করি, সে আমাকে দেখে আর আসেনা। একপর্যায় মিজানের আব্বা আম্মাকে পরিস্থিতি জানালে তারাও আমাকে কোন সহযোগীতা করে না। রাত হয়ে গেলে ঐ এলাকার আমার আশপাশে কিছু যুবক ছেলেদের আচারনে আমি ভিতু হয়ে ৯৯৯ এর ফোন করে সহায়তা চাই।
পরে ইন্দুরকানী থানা পুলিশ আমাকে উদ্ধার করে আমাকে থানায় নিয়ে আসে। ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, ৯৯৯ -এ ফোনের সহযোগীতা চাইলে আমরা তাকে উদ্ধার করি এবং তার পিতা মাতাকে খবর দিয়ে এনে তাদের কাছে নুসরাতকে হস্তান্তার করি।
Leave a Reply