মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রমা রানী মজুমদার শোভা (৫৫) কে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত প্রতিপক্ষ বাবা ও ছেলের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে। আহত শোভা রানী বাদী হয়ে শনিবার দিনগত রাতে অভিযুক্ত ইসমাইল হাওলাদার ও বাবা রতন হাওলাদারকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো দুজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের তিন নম্বর দক্ষিণ বন্দর স্লুইস গেট মহল্লার বাসভবনে নারী নেত্রী শোভা রানী এ হামলার শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় ৬টি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত হয়েছে। সীমানাপ্রাচীর নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
অভিযুক্ত হামলাকারী ইসমাইল হাওলাদার একই মহল্লার রত্তন হাওলাদার এর ছেলে। সে সম্প্রতি একটি মামলায় জামিনে বেরিয়ে এসে সাবেক নারী ভাইস চেয়ারম্যানের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সার্জন ডা. রাকিবুর রহমান বলেন, তার মাথার ৬টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তিনি কিছুটা আশঙ্কামুক্ত। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত নারী ভাইস চেয়ারম্যান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিরা ঘটনার পর থেকে পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply