সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ার থানাপাড়া এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। রোববার (১৪ জুন) মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মঠবাড়িয়া করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ঊর্মি ভৌমিক।
ইউএনও জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলার যে সকল এলাকায় করোনা আক্রান্ত রোগী বেশি শনাক্ত হবে সেই সকল এলাকাকে রেড জোন ঘোষণা করা হবে। মঠবাড়িয়া পৌরসভার মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকাটিতে করোনাভাইরাসের সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকায় এটি রেড জোনের আওতায় আনা হয়েছে। মঠবাড়িয়া পৌরসভায় এ পর্যন্ত ৭ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৫ জনই থানাপাড়ার বাসিন্দা।
তিনি আরো জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেড জোনের মধ্যে যাত্রী পরিবহনের জন্য কোন প্রকার যান চলাচল করতে পারবে না। মুদি ও ঔষধের দোকান ব্যতীত অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারির জন্য খাবার দোকান খোলা রাখা যাবে।
এছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাজারে যেতে পারবে না এবং রোগী ব্যতীত কেউ হাসপাতালেও যেতে পারবে না। আর কেউ সরকারি এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply