শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ বাউফলের কালাইয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে বন্দরের ফলপট্রি এলাকা ওই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সূত্রপাতের নিদিষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারনা করা হয় রান্না ঘর থেকে আগুন ছড়ায়।সূত্র জানায়, আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে দোকানগুলোতে।
বাউফল ও দশমিনার তিনটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এতে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।প্রাথমিক ভাবে ধারনা করা হয় এতে প্রায় ১৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ছে।সবুজ নামের এক ফল ব্যবসায়ী বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি। টাকা পয়সা, হিসাবপত্রের খাতা ও ফলমূল সব শেষ। পথে বসা ছাড়া উপয় নেই।
এছাড়াও মোদী ব্যবসায়ী শ্যামল, ফল ব্যবসায়ী স্বপন ফার্মেসী ফরাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয় বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply