সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের ধারে-কাছেও নেই বিএনপি। নগর থেকে শুরু করে তৃণমূলেও দেখা যাচ্ছে না কেন্দ্রীয় কমিটিতে থাকা দলটির অনেক নেতাকে।
এসব নিয়ে দলীয় নেতাকর্মীদের একদিকে যেমন ক্ষোভ বাড়ছে অন্যদিকে বাড়ছে অসন্তোষ।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর বিএনপির একাধিক কর্মী জানান, করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন দলের সহযোগিতা। কিন্তু কেন্দ্রীয় কমিটি থেকে বরিশাল জেলা পর্যন্ত অনেক নেতাকেই দেখা যাচ্ছে না। দলের যেমন কর্মীর প্রয়োজন তেমনই কর্মীদেরও পাশে থাকা দলের প্রয়োজন। তবে এই করোনা দুঃসময়ে বিএনপির সিনিয়র নেতাদের কাউকেই পাওয়া যাচ্ছে না এটা খুবই দুঃখজনক।
খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বরিশাল মহানগর বিএনপির সভাপতি পদেও আছেন। ৪ মে তিনি নিজ দলের কর্মীদের মাঝে ত্রাণ দিয়েছেন, যা ছিলো একেবারেই কম। এছাড়া সাধারণ মানুষের পাশে থাকার জন্য তার কোনো কার্যক্রম দেখা যায়নি।
এসব নিয়ে সরোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছি। ক্ষোভ, বেদনাসহ না পাওয়ার অভিযোগতো থাকতেই পারে।
বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি করোনা পর্যবেক্ষণ সেল গঠন করেছে। সেখানে বরিশাল বিভাগের দায়িত্বে আছেন দলের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
এদিকে বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদিন ফরহাদ বলেন, এই করোনাকালীন সময়ে শুধুমাত্র একবার এক হাজার মানুষের মাঝে ত্রাণ সহায়তা এসেছে দল থেকে।
এখন করোনা পরিস্থিতিতে দলের অনেকেই বেকার। ব্যবসা-বাণিজ্য নেই। তাই অর্থনৈতিকভাবে দলকে আরো সমৃদ্ধ হতে হবে।
Leave a Reply