সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
স্বরূপকাঠি প্রতিনিধি॥ হাত ধুয়ে যান, হাত ধুয়ে যান! হাত ধোয়া শেষ হলে হাতে টিস্যু পেপার ধরিয়ে দিচ্ছেন কয়েকটি কালো জিরা চিবুতে। হ্যা এভাবে স্বরূপকাঠি পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে বাজারে বসে রাস্তার লোক থামিয়ে থামিয়ে এগুলো করছেন বাজারের মোবাইল মেকার ইউসুফ মিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামুলক একাজটি তিনি করছেন স্ব ইচ্ছায় একজন সেচ্ছাসেবক হয়ে। শুক্রবার ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এভাবেই মানুষকে ডেকে ডেকে স্যাবলন মিশ্রিত পানি দিয়ে হাত ধোয়াতে দেখা যায়। হাত ধোয়া শেষে হাত মুছতে টিস্যু পেপার দিয়ে খেতে দিচ্ছেন কালো জিরা।
কালো জিরায় করোনা সেড়ে ওঠে কিনা জানতে চাইলে তিনি বলেন, “করোনা ভাইরাস এখন একটি বিশ্ব মহামারি। এর ঔষধ আবিস্কার জন্য সারাদেশ দিনরাত খেটে মরছেন। কালো জিরা নাকি সব রোগের ঔষধ। তাছাড়া ইসলাম ধর্মের পবিত্র কুরআন শরীফেও কালো জিরার কথা রয়েছে। তাই মানুষকে দিচ্ছি। উপকার না হয়ে থাকলেও ক্ষতিতো নেই।”ইউসুফ মেকার স্বরূপকাঠি দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের একজন মোবাইল মেকানিক্স। বাজারের সামাজিক সর্বজনের সাথে দেখা যায় তার সুসম্পর্ক।
এই সংকটময় মূহুর্তে উপজেলায় অনেক ধনাঢ্যবান জনপ্রতিনিধি,বড় বড় টাকাওয়ালাদেরকে এগিয়ে এসে জনকল্যাণমুলক এ কাজে দেখা না গেলেও কেন আপনার এ প্রচেষ্টা জানতে চাইলে তিনি বলেন, “দেশে যে বালা মুসিবত শুরু হয়েছে তাতে আর কইদিন। দুই দিনের এই দুনিয়ায় জমিয়ে কি লাভ? মানব সেবার চেয়ে দুনিয়ার কোন জিনিসে তৃৃৃপ্তি নেই।
ইউসুুফ মেকার বলেন, “দেশের এই দুসময়ে বিশেষকরে, সমাজের যে যার অবস্থান থেকে এগিয়ে এসে জনকল্যাণমুলক কাজে লিপ্ত হতে পারলে আমরা মহান আল্লাহর নাম নিয়ে অবশ্যই এ করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হব।”
Leave a Reply