সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
পাথরঘাটা প্রতিনিধি।। বরগুনার পাথরঘাটার থমকে গেছে জীবনযাত্রা। করোনা ভাইরাসের কারণে মানুষ ঘর ছেড়ে বাইরে খুব বেশি বের হচ্ছেন না। স্কুল-কলেজ, দোকান বন্ধ থাকলেও হাট-বাজারে অল্প সংখ্যক লোকজন দেখা যাচ্ছে এক কথায় রাস্তাঘাট ফাঁকা। পাথরঘাটা পৌর শহরের ব্যস্ততম সড়ক শেখ রাসেল স্কয়ারে অল্পসংখ্যক গাড়ী চলাচল দেখা যাচ্ছে। আজ বুধবার পাথরঘাটার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে, প্রবাস থেকে পাথরঘাটা উপজেলায় ফিরে এসেছেনআজ পর্যন্ত ১শত ৮৫ জন। যারা ফিরে এসেছে তাদের মধ্যে অনেকব্যাক্তিকেই হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে। আবার অনেকেই ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। যারা আছে তাদের মধ্যে অনেকে কোন কোয়ারেন্টাইন মানছেন না। আজ দুপুর ২ টার দিকে পাথরঘাটা বাজার ব্যাবস্থাপনা কমিটি থেকে পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। পাথরঘাটা উপজেলা প্রশাসন, পৌরমেয়র ও পাথরঘাটা থানাসহ সকল প্রশাসনিক কর্মকর্তারা করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য কঠোর অবস্থানে রয়েছেন।
Leave a Reply