মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ ফেসবুকে আপত্তিকর লেখা ও ছবি আপলোড করায় তাইমুন নামে এক যুবকের বিরুদ্ধে জিডি করেছিলেন এক তরুণী। কিন্তু এ বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই তরুণী।
অভিযুক্ত যুবক তাইমুন বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের মীর নজরুল ইসলাম খোকনের ছেলে।
তরুণীর মা জানান, প্রতিবেশী তাইমুন দুটি ফেসবুক আইডি থেকে ২৬ ও ২৮ আগস্ট তার মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। সে আমার মেয়ে ও আমাদের মান-সম্মান নষ্ট করেছে। ৩০ আগস্ট বরগুনা থানায় এ বিষয়ে একটি জিডি করি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আমার মেয়ে মনের কষ্টে ও লজ্জায় শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে আত্মহত্যার পথ বেঁচে নেয়। আমরা দেখতে পেয়ে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করালে ডাক্তার ওয়াশ করে বিষমুক্ত করেন। এখনও আমার মেয়ে হাসপাতালে।
তিনি আরও বলেন, পাঁচদিনেও পুলিশ জিডির তদন্ত কিংবা ঘটনাস্থলে যায়নি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, একজন এএসআইকে ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সে কি করেছে খোঁজ নিয়ে জানাব।
Leave a Reply