মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ ইন্দুরকানীতে জাতীয় মৎস সপ্তাহ ২০২০ উপলক্ষে মৎস্য দপ্তর মোবাইল কোর্টে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে যাহার মুল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
২৩ জুলাই বৃহষ্পতি বার ইন্দুরকানী উপজেলা মৎস্য বিভাগ উপজেলার কচাঁ ও বলেশ্বর নদিতে ইন্দুরকানী থানা পুলিশের সহ যোগীতায় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে স্থানীয় লঞ্চঘাট পুড়িয়ে ফেলে এবং অন্য দুই জেলেকে মৎস্য আইন অমান্য করায় নগদ অর্থ দন্ড করা হয়।
মোবাইল কোট পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আঃ গাফ্ফার, ফিল্ড অফিসার নজরুল ইসলাম, ইন্দুরকানী থানা পুলিশের এ এস আই মনির হোসেন।
Leave a Reply