মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
স্বরূপকাঠি প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার সদ্য নির্মিত রাস্তা কেটে বাড়ি নির্মাণ করা হচ্ছে। পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ লনু মিয়ার ছেলে আমিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, পৌরসভা কর্তৃক আকলম খলিফাবাড়ি জামে মসজিদ থেকে আকলম স্কুলের খেলার মাঠ পর্যন্ত একটি সিসি রাস্তা আছে। স্কুলমাঠ সংলগ্ন স্থানের প্রায় ৩০ ফুট রাস্তা কেটে বাড়ি নির্মাণের জন্য বেইজ কাটার কাজ করা হচ্ছে।
এলাকাবাসী ও পৌরসভার মাধ্যমে জানা যায়, এক বছর পূর্বে ৯ লক্ষাধিক টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মাহাবুব ট্রেডার্সের নামে ওই কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার মো. দেলোয়ার হোসেন।
এ বিষয়ে ঠিকাদার দেলোয়ার হোসেন জানান, তিনি ওই বাড়ি এলাকার পুরো রাস্তা যখন করেন তখন বাবুসহ সকলেই স্কুলের মাঠ পর্যন্ত রাস্তা নেওয়ার জন্য বলেন। তাদের কথিত মত রাস্তা নির্মাণ করা হয়েছে। এখনো ওই কাজের কোনো বিল তিনি তুলতে পারেননি। এরমধ্যে এ অবস্থার সৃষ্টি করা হচ্ছে।
বাড়ির মালিক বাবুর অনুপস্থিতিতে তার বাবা আব্দুল হামিদ লনু মিয়া জানান, পৌরসভার মেয়রের সাথে কথা বলে রাস্তা কাটা হয়েছে।
এ বিষয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সাথে কথা বললে তিনি বলেন, বাড়ির কাজের সুবিধার্থে রাস্তা সামান্য অংশ কেটে তা আবার ঠিক করে দিবেন বলে তাকে জানানো হয়েছে। কিন্তু রাস্তার ওপর বাড়ি নির্মাণের কোনো সুযোগ নেই। যদি রাস্তা কেটে কোনো কাজ করে থাকেন তবে তা বন্ধ করা হবে। যিনি ওই কাজ করেছেন তাকে অবশ্যই রাস্তা ঠিক করে দিতে হবে।
Leave a Reply