সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে এবার পানের আবাদ ভালো হয়েছে। অনুকূল আবহাওয়া ও শীতের তেমন প্রকোপ না থাকায় গত বছরের তুলনায় এবার ফলন আর দাম ভালো পাওয়ায় খুশি পান চাষিরা।
গত বছর শীত ও ঘনকুয়াশার কারণে পানের ব্যাপক ক্ষতি হয়। কাউখালীর চাষিরা জানান, চলতি মৌসুমে যাদের ফলন ভালো হয়েছে তারা দামও তেমন পাচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র জানান, কাউখালী উপজেলায় ১০৫ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে। এখানে ৬৫৫টির মতো পানের বরজ রয়েছে। উপজেলার পান চাষিদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
Leave a Reply