সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল ক্লাবের ভেতর অবৈধ বহুতল ভবনটি তালাবদ্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ।শুক্রবার বেলা ১১টার দিকে কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নির্দেশে ভবনটির প্রধান গেটটি তালাবদ্ধ করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিসিসির অনুমোদনবিহীন চারতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছিল। তাছাড়া সাম্প্রতিকালে ভবনটির একটি অংশ আংশিক দেবে যায়। যে কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে প্রাণবিয়োগের শঙ্কা রয়েছে। তাই নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ভবনটি তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, বিষয়টি সম্পর্কে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ অবগত হয়ে আইনমাফিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মূলত তাঁর নির্দেশনা পেয়েই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে ভবনটি পরীক্ষা নিরীক্ষা করে পদক্ষেপ রাখা হবে বলে জানান তিনি।
Leave a Reply