সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু প্রভাব মোকাবিলা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জনসচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক মো. সোবাহান, বাবুল কুমাড়, নজরুল ইসলাম, তনুশ্রী দাশ, কাজল কুমাড়, প্রমুখ।
সভায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় ও বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের চরফ্যাশন উপজেলা কোঅরডিনেটর তরিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও যুব জলবায়ু নেটওয়ার্কের সদস্য সোয়েব চৌধুরী।
জনসচেতনতামূলক এ সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মানব সভ্যতার জন্য বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সুদূর প্রসারী প্রভাবের ফলে ঝুঁকির মুখে পড়বে মানুষের মৌলিক চাহিদা ও নিরাপত্তা। পাশাপাশি ভৌগোলিকভাবে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকা।
জলবায়ু পরিবর্তনে এই ঝুঁকির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে পরিবেশ বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তরুণদের কাজ করতে হবে। এ সময় সমাজ থেকে বাল্যবিয়ে রোধ করতে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।পরে সকল শিক্ষার্থী বাল্যবিয়ে রোধে শপথ নেন ও স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
Leave a Reply