সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খোকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত খোকন বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কের পাশে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। তাদের মধ্যে কুমিল্লার চাঞ্চল্যকর মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা খায়রুল আলম সাধন হত্যা মামলার পলাতক আসামিও অংশ নিচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি এবং চান্দিনা থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযানে ডাকাতদের গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে গুলি করে।
ডিবি ও চান্দিনা থানা পুলিশের যৌথ টিমও পাল্টা গুলি বর্ষণ করে। পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুলিশের দুই সদস্য আহত হয় এবং ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। এসময় অন্যান্য অস্ত্রধারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের এবং আহত ডাকাতকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আহত ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির পরিদর্শক ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, দুইটি রামদা, একটি ছুরি, একটা চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করে। পলাতক ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply