সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে সাধারণ মানুষ মানছেনা সরকারি নির্দেশনা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। গত ১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনের চতুর্থ দিনে সাধারণ মানুষ অকারনে ঘর থেকে বের হয়ে আসছে। স্বাভাবিক ভাবেই চলছে বেচা কেনা, উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় যেখানে সরকারি নির্দেশনা শতভাগ মানুষকে নিরাপত্তার জন্য ঘরে থাকা এবং দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা। কিন্তু বাস্তব চিত্র তার বিপরীত।
রাস্তাঘাটে স্বাভাবিক ভাবে একাধিক লোক নিয়ে চলছে স্বাভাবিক ভাবে রিক্সা,মোটর সাইকেল এবং গ্রামগঞ্জের হাট-বাজারগুলো লকডাউন এর কোন ছাপ মিলছে না। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, হাটে বাজারে গা ঘেষাঘেষি করে সবাই হাট বাজার করছে।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার ভূমি এবং থানা পুলিশের প্রচার প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেলেও তাতেও কোনো সুফল মিলছে না। প্রশাসনের উপস্থিতি দেখলে কিছু সময়ের জন্য দূরত্ব বজায় রাখলেও তাদের অনুপস্থিতিতেই কেউ মানছেনা সরকারের নির্দেশ।
Leave a Reply