সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ কাউখালীতে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাস (কোভিড ১৯) এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি এ কে আব্দুস শহীদ, কাউখালী কলেজের অধ্যক্ষ চলতি দায়িত্ব মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, শিয়ালকাঠী ইউনিয়ন চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, চিরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, নির্বাচন অফিসার মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী, কাউখালী সরকারি কে জি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার, এস বি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রতন কুমার দাস, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ সহ অন্য সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেয়া ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন জন্য করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয়। দ্রুত সময়ের মধ্যে প্রচার প্রচারণা মধ্যদিয়ে শতভাগ মানুষের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি নির্দেশনা অমান্য কারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply