বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হেফাজত আমির আল্লামা আহমদ শফীর জানাজার নামাজ শনিবার দুপুরে হাটাহাজারী মাদরাসায় অনুষ্ঠিত হবে। হাটাহাজারী মাদরাসার সিনিয়র আলেমরা এই তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফী। তার মরদেহ ধোয়ানো হচ্ছে। তবে মরদেহ সড়ক পথে নাকি এয়ারে নেয়া হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি।
এদিকে আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় তারা এ সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
Leave a Reply