স্বচ্ছতার মধ্য দিয়ে পুলিশি কার্যক্রম চললে মানুষের বিড়ম্বনা কমবে : ডিআইজি শফিকুল Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




স্বচ্ছতার মধ্য দিয়ে পুলিশি কার্যক্রম চললে মানুষের বিড়ম্বনা কমবে : ডিআইজি শফিকুল

স্বচ্ছতার মধ্য দিয়ে পুলিশি কার্যক্রম চললে মানুষের বিড়ম্বনা কমবে : ডিআইজি শফিকুল




নিজস্ব প্রতিবেদক : বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, যে কোনো কিছুর দীর্ঘসূত্রিতা মানুষকে নিরুৎসাহিত করে। আমরা চাই দ্রুততম সময়ে মানুষকে সেবা দিতে। স্বচ্ছতার মধ্য দিয়ে পুলিশি কার্যক্রম চললে মানুষের বিড়ম্বনা কমবে।

রোববার (০৪ আগস্ট) বরিশাল বিভাগে প্রথমবারের মতো চালু হওয়া ‘ই-ট্র্যাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ কার্যক্রমের উদ্বোধন, সহায়তা প্রদানকারী কোম্পানির সঙ্গে চুক্তি সই ও পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে ডিআইজি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সব ক্ষেত্র ডিজিটাইজেশন করছে। এটুআই কার্যক্রমের আওতায় আমরা ‘ই-ট্র্যাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ বা ডিজিটাল প্রযুক্তিতে যানবাহনের বিরুদ্ধে মামলার এ পদ্ধতি চালু করছি। বরিশাল বিভাগে আমরাই প্রথম এ কার্যক্রম চালু করেছি।

তিনি আরও বলেন, এরমধ্য দিয়ে জনসাধারণকে দ্রুত সময়ের মধ্যে সেবা দেওয়া যাবে। যানবাহন চালক বা মালিকদের আর মামলার কাগজ নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না। এখন থেকে তারা স্বচ্ছভাবে কী মামলা হচ্ছে, কত টাকা জরিমানা হচ্ছে তা দেখতে পারবেন, আবার দ্রুত সময়ে ইউক্যাশের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে মামলার জরিমানার টাকা পরিশোধ করে নিষ্পত্তি করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান অ্যানালিস্ট মো. হামিদুল ইসলামসহ বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। এর আগে ইউসিবিএলের মোবাইল ব্যাংকিং সার্ভিস ইউক্যাশ কর্তৃপক্ষ ও গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে জেলা পুলিশের চুক্তি সই হয়।

জেলা পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে জানা যায়, ‘ই- ট্র্যাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ প্রযুক্তি নির্ভর কার্যক্রম শুরুর জন্য প্রাথমিকভাবে ২৫টি পজ মেশিন সরবরাহ করা হয়েছে এবং উদ্বোধনের আগে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ৪০ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়। আর ইউসিবিএলের মোবাইল ব্যাংকিং সার্ভিস ইউক্যাশ থেকে জরিমানার টাকা পরিশোধ করা যাবে। পাশাপাশি গ্রামীণফোন পজ মেশিনের নেটওয়ার্ক সাপোর্ট দেবে।

ইউসিবিএলের মোবাইল ব্যাংকিং সার্ভিস ইউক্যাশ কর্তৃপক্ষ জানায়, বরিশাল মহানগরের ৫৩টিসহ জেলায় ১৭৫টি পয়েন্টে তাদের এজেন্টদের কার্যক্রম চলমান। যেখান থেকে যানবাহন চালক ও মালিকরা জরিমানার টাকা পরিশোধের সুযোগ পাবেন।

বরিশাল জেলা ট্র্যাফিক পুলিশ গত অর্থবছরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ম্যানুয়াল ও সনাতন পদ্ধতিতে ১৬ হাজার ৭৬৩টি মামলা করে ১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়। চলতি অর্থবছরের প্রথম মাসে ম্যানুয়াল ও সনাতন পদ্ধতিতে ১ হাজার ৬৭৩টি মামলা করে জরিমানা করা হয় ১৪ লাখ ৯৩ হাজার টাকা, যা সরকারি কোষাগারে জমা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD