সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কথিত হাজাম (ওস্তা) দিয়ে সুন্নতে খতনা (মুসলমানি) করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এক শিশু। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ শিশু মো. ইব্রাহিম আকন (৭) ওই গ্রামের সোহাগ আকনের ছেলে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার কথিত ওস্তা রহমত মোল্লা। শিশুটির সুন্নতে খৎনা করাতে গিয়ে লিঙ্গের নির্ধারিত অংশের থেকে বেশি কেটে ফেলন তিনি। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লা জানিয়েছেন, ভুলবশত একটু বেশি কেটে যাওয়ায় এমনটা ঘটেছে।
তবে এ ঘটনায় কেউ অভিযোগ না করায় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন। আর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও বলে জানান তিনি।
Leave a Reply