সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ একদিন পর কাল কোরবানির ঈদ। তাই ঈদকে সামনে রেখে ভোলায় শেষ মুহূর্তে পশুর হাট জমে উঠেছে। গত কয়েকটি হাটে তেমন একটা ক্রেতা সমাগম না থাকলেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম ও পশু বিক্রি বাড়তে শুরু করেছে।
সরেজমিনে ভোলার বোরহানউদ্দিন, বোরহানগঞ্জ ও কুঞ্জেরহাট পশুর হাট ঘুরে দেখা গেছে, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় আয় উপার্জন কম থাকায় নিজের সাধ্যমতো পশু কিনছে সাধারণ মানুষ। তাই পশুর হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি রয়েছে।
বিক্রেতারা ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ফলে কাঙ্খিত দাম না পেয়ে তাদের লোকসান গুনতে হচ্ছে। তবে প্রথম দিকে তেমন একটা বেচাবিক্রি না থাকলেও এখন পশু বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুামার মন্ডল জানান, এ বছর ভোলার ৯৩টি পশুর হাটে প্রায় ২৭০ কোটি টাকার পশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে গতকাল বুহস্পতিবার পর্যন্ত লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ পশু বিক্রি হয়েছে। ইদের আগের দিন বাকি ৪০ শতাংশ পশু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া অনলাইনে ভোলার বিভিন্ন খামার থেকে প্রায় ৫ কোটি টাকার পশু বিক্রি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, পুলিশের পক্ষ থেকে হাটগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি নিশ্চিত করার পাশাপাশি বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাটের প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাটগুলোতে জাল টাকা শনাক্তের মেশিন বসানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধির ব্যাপারে সাধারণ মানুষ সচেতন না থাকায় প্রশাসনের হিমশিম খেতে হচ্ছে।
Leave a Reply