সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনের বিভিন্ন হাট-বাজারে মানুষের মারাত্মক ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে দেদারছে।
প্রশাসনের চোখের সামনে অবৈধভাবে এসকল মাছ বিক্রি করেছেন ব্যবসায়ীরা। দেখার যেন কেউ নেই।
সারা দেশে মহামারী করোনায় মানুষ যখন আতঙ্কে রয়েছে সে মুহূর্তে বাজারে সয়লাব কেমিক্যাল মিশ্রিত বিভিন্ন প্রজাতির মাছ। জনসম্মুখে বসে মাছ ব্যবসায়ীরা এভাবে সরকারের নিষিদ্ধ কেমিক্যাল মিশিয়ে উপজেলার চতলা, রায়চাঁদ, চরভূতা বাংলাবাজার, হাফিজউদ্দীন বাজার, আজাহার রোডের পূর্ব মাথায় প্রতিদিন সকাল ও বিকালে এ ধরনের মাছ বিক্রি করতে দেখা যায়।
সচেতনমহলের দাবি প্রশাসন যেন নির্ধারিত প্রতিটি মাছ বাজারে অভিযানের মাধ্যমে মানবজাতির জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রিতাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেন।
এ ব্যাপারে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: রুহুল আমিনকে তার ব্যাবহৃত মুঠোফোনে কল করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply