মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তুলে এক ডাক্তারকে মারধরের ঘটনায় সকল চিকিৎসকরা প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। শনিবার থেকে নেছারাবাদ উপজেলায় চিকিৎসকরা সকল প্রকার প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখেছেন। হঠাৎ করে ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধ ঘোষণায় ভাগান্তিতে পড়েছে রোগীরা।
শুক্রবার উপজেলার ইন্দুরহাটে ভুল চিকিৎসায় দুই মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে আবু বকর আকন নামে এক ডাক্তারের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। ডা. আবু বকর আকনের উপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে শনিবার থেকে চিকিৎসকরা নেছারাবাদে প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার ঘোষণা দেন।
বরিশাল শেবাচিম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সৌরভ কুমার সুতার (এফসিপিএস) জানান, ভুল চিকিৎসা আদৌ হয়েছে কিনা তা যাচাই না করেই একজন চিকিৎসককে মারধর করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। স্বাচীপ নেতা সৌরভ সুতার বলেন, চিকিৎসক আবু বকর আকনকে মারধরের ঘটনায় চিকিৎসদের পক্ষ থেকে নেছারাবাদে সকল ধরনের প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৌরিখাড়া গ্রামের সাকিল হোসেন তার অসুস্থ শিশুপুত্র ফাহাদকে নিয়ে ডাক্তার আবু বকরকে দেখিয়ে ব্যবস্থাপত্র নেন। ডাক্তার আবু বকরের ব্যবস্থাপত্রের ওষুধ প্রয়োগের মাত্র ৭/৮ মিনিট পরে শিশুটি মারা যায় বলে অভিযোগ তুলে শুক্রবার রাতে সাকিলের স্বজনরা ওই ডাক্তারের ইন্দুরহাটস্থ চেম্বারে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা ডা. আবু বকরকে মারধর করেন। ডা. আবু বকর দাবি করেন, তিনি সঠিক চিকিৎসা দিয়েছেন।
Leave a Reply