ভিটে মাটি হারাতে বসেছে ১৫ পরিবার তালতলীতে ব্যাংক ঋণে প্রতারণার শিকার! Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




ভিটে মাটি হারাতে বসেছে ১৫ পরিবার তালতলীতে ব্যাংক ঋণে প্রতারণার শিকার!

ভিটে মাটি হারাতে বসেছে ১৫ পরিবার তালতলীতে ব্যাংক ঋণে প্রতারণার শিকার!




বরগুনা প্রতিনিধি ॥  বরগুনার তালতলী উপজেলার অগ্রনী ব্যাংক শাখা থেকে প্রতারণা করে অন্যের জমি মর্গেজ দিয়ে ৫ লক্ষ টাকা সিসি ঋণ গ্রহণের করেছেন মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজের মালিক শহীদ তালুকদার। ওই ঋণ পরিশোধ না করায় ঋণের বিপরীতে দেয়া জমি নিলামে উঠেছে। এতে ভিটে মাটি হারাতে বসেছে ১৫টি অসহায় পরিবার। এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। দ্রুত প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিলাম বাতিলের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। জানাগেছে, তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামের রাজ্জাক তালুকদারের ছেলে শহীদ তালুকদার মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজের নামে তালতলী অগ্রনী ব্যাংক থেকে ২০১২ সালে ৫ লক্ষ টাকা সিসি ঋণ (৫২/১২) গ্রহণ করেন। ওই সিসি ঋণের বিপরীতে মোঃ শহীদ তার বাবা রাজ্জাক তালুকদারের ৭৮ নং মৌজায় ৫২, ৭৭, ৮০, ১৯৩, ১৯৭ ও জমা খারিজ ২৪১ নং খতিয়ানের ১৪৭৮, ১৪৭৯, ১৪৮৩, ১৭৮৪, ১৪৯০, ১৪৯১, ১৪৯২, ১৪৯৪, ১৪৯৫, ১৪৯৬, ১৪৯৭, ১৪৯৮, ১৫২০ ও ১৫২১ নং দাগে ২ একর ৭১ শতাংশ জমির মর্গেজ দেয়। ঋণ নেয়ার পর থেকে ওই ঋণ পরিশোধ করেনি তিনি। বর্তমান সুদে আসলে ব্যাংকে ঋণের পরিমান দাড়িয়েছে ১২ লক্ষ ৭৬ হাজার ৯৩২ টাকা। ব্যাংক কর্তৃপক্ষ গত ২৯ সেপ্টেম্বর অর্থ ঋণ আদালত আইনের ২০০৩ এর ১২(৩) ধারা মোতাবেক ব্যাংকে মর্গেজ দেয়া তফসীলি সম্পত্তির নিলাম দরপত্র আহবান করেন।

 

কিন্তু তাতেও ঋণ গৃহীতার টনক নড়েনি। নিলাম দরপত্র আহবানের পরে বের হয় আসে প্রতারনার আসল চিত্র। খোঁজ নিয়ে জানাগেছে, ঋণের বিপরীতে ব্যাংকে দেয়া তফসীল সম্পত্তির ২ একর ৭১ শতাংশের জমির মধ্যে রাজ্জাক তালুকদার ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত আবদুল খালেক মুসুল্লী, মাজেদা বেগম, শাহজাহান আকন, রাহিমা বেগম ও মোঃ বেলাল হোসেনের কাছে ১ একর ৬৭ শতাংশ জমি ঋণ গ্রহণের পূর্বেই বিক্রি করেছেন। কিন্তু ওই জমি ক্রয়কৃত মালিকরা তাদের নামে মিউটিশন করেনি। এই সুযোগে মোঃ শহীদ ব্যাংক কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে প্রতারণা করে ওই জমির মর্গেজ দিয়ে ঋণ নিয়েছেন। গত ৭ বছরে ব্যাংকের ঋণ পরিশোধ না করে গাঢাকা দেন তিনি। ব্যাংক কর্তৃপক্ষ যোগাযোগ করলেও তিনি তাদের পাত্তা দেয়নি এমন অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের। গত ২০ বছরে ওই জমিতে ১৫ টি পরিবার বসত ভিটা নির্মাণ করে করে বসবাস করে আসছে। ব্যাংক কর্তৃপক্ষ ওই সম্পত্তি নিলামের দরপত্র আহবানের পরে ভুক্তভোগী আশ্রাফ আলী তালুকদার, হারুন তালুকদার, মজিবর তালুকদার, রাসেল তালুকদার, ইউনুস তালুকদার, রেদওয়ান সরদার, নিজাম, বেলাল, শাহজাহান আকন, ইব্রাহিম জোমাদ্দার, খালেক মুসুল্লী, বসির, নসু, জাকির ও শানু মিয়া বিপাকে পড়ে। ওই জমি নিলাম সম্পন্ন হলে জমিতে বসবাসরত অসহায় পরিবারগুলোকে পথে বসতে হবে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। দ্রুত প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিলাম বাতিলের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। এ বিষয়ে শাহজাহান আকন বলেন, ১৯৯৯ সালে রাজ্জাক তালুকদার আমার কাছে ওই জমি থেকে ৬১ শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু আমি ওই জমির মিউটিশন করাইনি। এই সুযোগে তিনি ও তার ছেলে শহীদ আমার জমি নিজের নামে দেখিয়ে প্রতারনা করে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এখন আমার জমি নিলামে উঠেছে। জমি নিলাম হয়ে গেলে আমাকে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। রাহিমা বেগম বলেন, ১৯৯৬ সালে রাজ্জাক তালুকদার ব্যাংকে দেয়া তফসীলি জমি থেকে ৩৩ শতাংশ আমার কাছে জমি বিক্রি করেছেন। আব্দুল রাজ্জাক তালুকদার বলেন, আমি অগ্রনী ব্যাংকে যে জমি মর্গেজ দিয়ে ঋণ নিয়েছি ওই জমিরই নিলাম হয়েছে। তালতলী অগ্রনী ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোঃ সফিকুল ইসলাম বলেন, ঋণের টাকা পরিশোধ না করায় সুদে আসলে ১২ লক্ষ ৭৬ হাজার ৯৩২ টাকা হয়েছে। এতে ব্যাংকে দেয়া তফসীলি সম্পত্তি নিলাম দরপত্র আহবান করেছি। ব্যাংকে দেয়া তফসীলি সম্পত্তি রাজ্জাক তালুকদার বিভিন্ন জনের নামে বিক্রি করেছে এমন কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছে। আমি বিষয়টি দেখছি। প্রতারণা করে অন্যের জমি দিয়ে ঋণ নিয়ে থাকলে তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা ছাড়াও প্রতারণা মামলা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD