রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
আজ ১১ই সেপ্টেম্বর সকাল ১১টায় পলিটেকনিক শিক্ষার্থী জাতীয় সংগ্রাম কমিটি,বরিশাল জেলার উদ্যোগে মহান শিক্ষা দিবসকে সামনে রেখে পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমাদের জন্য বি এস সি চালু করা ও প্রতি বিভাগে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নূন্যতম একটি বি এস সি ইন্সটিটিউট স্থাপন করার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পলিটেকনিক শিক্ষার্থী জাতীয় সংগ্রাম কমিটি বরিশাল জেলার সংগঠক নীলিমা জাহান ও পরিচালনা করেন বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট সংগ্রাম কমিটির সংগঠক রতন গাইন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সংগ্রাম কমিটির উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলা সংগঠক এইচ এম ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল জেলার সভাপতি ও পলিটেকনিক শিক্ষার্থী সংগ্রাম কমিটির নেতা সন্তু মিত্র, ছাত্র ফ্রন্ট বি এম কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক সাগর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর সভাপতি ও পলিটেকনিক শিক্ষার্থী সংগ্রাম কমিটির নেতা নাসরিন আক্তার টুম্পা।
পলিটেকনিক শিক্ষার্থী সংগ্রাম কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন মতিউর রহমান রিমন, মোঃ রহমান, আতিকুর রহমান তপু প্রমুখ। বক্তারা বলেন, ১৯৬২ সালের সেপ্টেম্বরে আইয়ুব খানের বাণিজ্যিকীকরণের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল।
আজও সেই শিক্ষার অধিকারের জন্য ছাত্রদের লড়াই করতে হচ্ছে। কারিগরি অধিদপ্তরের আওতাধীন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক এর ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ না দেয়া শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। অবিলম্বে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এ পলিটেকনিক শিক্ষার্থীদের বি এস সি করার সুযোগ দেয়ার জন্য বক্তারা দাবী জানান। একইসাথে বক্তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রতি বিভাগে বি এস সি ইন্সটিটিউট স্থাপন করার দাবী জানান।
Leave a Reply