বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গ্রেপ্তার হওয়া আসামিকে পুলিশ হেফাজত থেকে আদালতে তোলার আগে শরীরিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। গত শনিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি যৌথ সভায় এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন দিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন খান প্রামাণিকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম অপারেশন) খান মুহাম্মদ আবু নাসের, উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মঞ্জুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করীম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ, শামীম আহমেদ, আনিসুর রহমান ও সহকারী কমিশনার (প্রসিকিউশন) নাসির উদ্দিন মল্লিক।
গত ২৯ ডিসেম্বর বরিশালে রেজাউল করীম নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে গ্রেপ্তার করেছিলেন গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আসামির মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশি নির্যাতনে তার মৃত্যুর অভিযোগে ওই এসআইর বিরুদ্ধে মামলা হয় এবং নগরীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
Leave a Reply