সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে সাংবাদিকদের তৎপরতায় বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দেশান্তরকাঠী গ্রামের বাসিন্দা সুনীল রায়ের ছোট মেয়ে ববিতা রায় ফুলতলা বিকাশ এবার মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণিতে অটো পাস করেছে। বয়স সবে ১৪ বছর। হিন্দুধর্মের শাস্ত্রমতে, বিয়ের লগ্ন রাত ৯ টায়। উপজেলার মোকামিয়া ইউনিয়নের এক ছেলের সঙ্গে ববিতা রায়ের পরিবার বিয়ের আয়োজন করেছে। বিয়ে করানোর সবকিছু ঠিকঠাক ছিল। ছেলে পক্ষ এসেছে। ছেলেও বসেছে বিয়ের পিঁড়িতে এবং বিয়ে সম্পন্ন করানোর পুরোহিতও বসেছেন। বাকি শুধু বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতপাক প্রদক্ষিণ করা অর্থাৎ বিয়ের মূল আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
ঠিক এমনই সময় খবর পেয়ে সাংবাদিক লায়ন শামীম সিকদার, অলি আহমেদ ও আনসার ভিডিপি দলনেতা সুকদেব হাওলাদার বিয়ে বাড়িতে উপস্থিত। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির লাল-নীল বাতি বন্ধ হয়ে যায়। শুরু হয় ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের ছুটোছুটি। ছেলে পক্ষ বরের সঙ্গে যারা এসেছিলেন, এরই মধ্যে সবাই পালিয়ে গেলেন। সবার আগে দৌড়ে পালালেন বর।
কনে ববিতা রায়ের বড় বোন নাম না প্রকাশের শর্তে স্বীকার করেছেন, বিয়ের আয়োজন করা হয়েছিল।
মেয়ের বাবা সুনীল রায় বলেন, এই মুহূর্তে আর বিয়ে দেব না। এখন পড়ালেখা করবে, তারপর বয়স হলে বিয়ে দেয়া হবে।
বেতাগীর ইউএনও সুহৃদ সালেহীন বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন সদা তৎপর। অপ্রাপ্ত বয়সে কোথাও কোনো বিয়ের সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি।
Leave a Reply