মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে জেলে নিবন্ধন হালনাগাদ কার্যক্রম-২০২০ উম্মুক্তভাবে বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকাশিত খসড়া তালিকায় নদী, খাল ও অন্যান্য অনুসারে এ উপজেলায় মোট জেলের সংখ্যা ৩ হাজার ১৫৫ জন। পুর্বে এখানে নিবন্ধিত জেলের সংখ্যা ছিল ৪ হাজার ১৩৪ জন।
এর মধ্যে বেতাগী পৌরসভায় ১৮৭জন, বিবিচিনি ইউনিয়নে ৩৭৯ জন, বেতাগী সদরে ৬৫৮ জন, হোসনাবাদে ১৪৬ জন, মোকামিয়ায় ৪৯০ জন, বুড়ামজুমদারে ৩৯৭ জন, কাজিরাবাদে ২০০ জন ও সড়িষামুড়ি ইউনিয়নে ৬৫৮ জন। গতকাল বুধবার (১ জুলাই) বিকাল ১ টায় মৎস্য বিভাগের আয়োজনে কমিটির সভপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের নিকট তার কার্যালয় হস্তান্তর করা হয়।
কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা – আল- রাজীব জানান, ‘খসড়া তালিকা প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ তা সংশ্লিষ্ট এলাকায় উম্মুক্ত স্থানে সাটিয়ে দেওয়া হবে এবং কোনোধরনের আপত্তি কিংবা প্রকৃত কোনো জেলে বাদ পড়ে থাকলে তা আগামী ৫ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং ৮ ও ৯ জুলাই উপজেলা পরিষদ চত্বরে গণশুনানির মাধ্যমে ১২ জুলাই চ’ড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে সংশ্লিষ্ট এলাকায় ২২ থেকে ২৫ জুন উম্মুক্তভাবে বাছাই করা হয়।
Leave a Reply