সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ নেছারাবাদ উপজেলার মাদ্রা বাজারে বাকীতে মাছ বিক্রি না করায় নিতাই চন্দ্র নামের এক জেলের মাথা ফাটাল ক্রেতা বেলাল হোসেন। বুধবার সকালে ওই এলাকার মুরগীর ফার্মের মালিক বেলাল হোসেন নিতাইর কাছে বাকীতে মাছ নিতে আসেন। এসময়,অভাবগ্রস্থ জেলে নিতাই বাকীতে মাছ বিক্রি করতে অনীহা প্রকাশ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে বেলাল একটি কাঠের গুড়ি দিয়ে ওই মৎস্যজীবীর মাথায় আঘাত করেন। ওই আঘাতে নিতাইর মাথা ফেটে রক্তাক্ত জখম হলে অন্যরা তাকে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেন।
এ খবর পেয়ে প্রভাবশালী বেলাল তার ১০/১২জন সাঙ্গপাঙ্গদের নিয়ে হাসপাতালে এসে নিতাইকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে জলাবাড়ি ইউপির চেয়ারম্যান আশিষ বড়ালের পরামর্শক্রমে নিতাই ঘটনা উল্লেখ করে দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বলে জানান মাদ্র এলাকার ইউপি সদস্য মৃত্যুঞ্জয়। বেলাল সদর ইউপির জগন্নাথকাঠি গ্রামের আঃ রবের পুত্র এবং সংখ্যালঘু অধ্যুষিত মাদ্রা এলাকায় মুরগীর ফার্মের ব্যবসা করেন।
Leave a Reply