সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ করোনা ভাইরাস (কোভিড-১৯)সক্রমন প্রতিরোধে যখন উপজেলার হাট বাজার বন্ধ ঠিক তখন উপজেলা কৃষি অফিসের নতুন উদ্যোগ ভ্রাম্যমাণ সবজী বাজার। হাট বাজারে গমন নিরুৎসাহিত করতে, পিরোজপুর জেলার ইন্দুরকানীতে ভ্রাম্যমান সবজী বাজার চালু করেছে উপজেলা কৃষি বিভাগ বাজারের স্বর্বিক তত্তাবধানে রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার আসাদুজ্জামান।
মহামারী করোনার কারণে গৃহে অবরুদ্ধ হয়ে পরা মানুষের দোরগোড়ায় স্থানীয় কৃষকদের উৎপাদিত শাক-সবজী ও কৃষি পণ্য পৌছে দিতে ইন্দুরকানী উপজেলা কৃষি বিভাগ শুরু করেছে ভ্রাম্যমান সবজী বাজার।কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে অতিরিক্ত পরিচালক, ডিএই, বরিশাল অ ল ও উপপরিচালক, ডিএই, পিরোজপুর এর পরামর্শে ইন্দুরকানী উপজেলা কৃষি অফিসার, হুমায়রা সিদ্দিকার তত্ত¡াবধানে ভ্রাম্যমাণ সবজী বাজার এর কার্যক্রম শুরু করা হয়।
প্রাথমিকভাবে উপজেলার দুই ইউনিয়নে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি শুরু করা হয়েছে।উপজেলার পাড়েরহাট ও পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট গ্রাম বাসীরা ঘরে বসেই শাক-সবজি কিনতে পারছে তেমনি কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করে লাভবান হচ্ছে কৃষক গন।
চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় ভ্রাম্যমান কাচা বাজার নিয়ে আপনার বাড়ীর সামনে হাজির । এই সার্ভিসটি ধারবাহিক ভাবে উপজেলার তিনটি ইউনিয়নে শুর করবে কৃষি সম্প্রসারন বিভাগ।
Leave a Reply