সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নভেল করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় প্রশাসন ও উপজেলা পরিষদ ব্যাপক করণীয় শির্ষক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বাজার প্রায় মানুষ শুন্য, ওষুধ ও কাচাঁ বাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, গনপরিবহন, ঢাকাগামী লঞ্চ সহ যান্ত্রিক চালিত সব কিছুই বন্ধ রয়েছে। প্রসাশনের ব্যপক প্রচার প্রচারনায় নিজ থেকেই মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর দিয়ে বেড় হচ্ছেনা। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রসাশনের তদারকিতে গতকাল বৃহস্পতিবার ভাণ্ডারিয়া বাজারে নিয়ম ভেঙ্গে দোকান খোলার অপরাধে রড- সিমেন্ট ব্যবসায়ী হিল্লল মল্লিক কে দশ হাজার ও ইসলামীয়া মিষ্টির দোকানিকে দুই হাজার টাকা ভ্রাম্যমান আদালতের জরিমান আদায়, আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুল ইসলাম।
ইতিমধ্যে উপজেলা প্রসাশনের নিকট জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু তার নির্বাচনী এলাকায় (ভাণ্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী) ব্যক্তিগত উদ্দোগে করোনা প্রাদূর্ভাব রোধে ওষুধ, হ্যন্ডগ্লোভস, মাক্স পাঠিয়েছেন।
করোনা সচেতনতায় ইতিমধ্যে ব্যতিক্রম উদ্দোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ”লীগ সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম তার প্রতিষ্ঠিত বে-সরকারি সামাজিক প্রতিষ্ঠান মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্দোগে মানুষের স্বাস্থ্য সেবায় সবকিছুই বিনামূলে সেচ্ছাসেবীদের মাধ্যমে পৌর শহরের ৮টি স্পট ছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারে, সড়কের পাশে জনসাধারনের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছেন। বরিশাল-ভাণ্ডারিয়া- মঠবাড়ীয়া মহা-সড়কের প্রবেশদারে বটতলা সহ বেশ ক”টি স্পটে ছোট বড় যানবাহন থামিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা সহ যাত্রী ও গাড়ীতে জীবানুমুক্ত স্প্রে, জরুরি রোগীর সেবায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এম্বুলেন্স হস্তান্তর, হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষায় পোষাক সামগ্রী, ওযুধ, হ্যান্ড ওয়াস এবং কর্মজিবী বেকার হয়ে পরা মানুষদের মধ্যে চাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা মূলক কাজ করছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভাণ্ডারিয়ায় কোন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয় নাই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম করোনা ভাইরাস রোধে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সচেতনতার লক্ষে মানুষকে ঘরে থাকার জন্য এবং জরুরী প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাইরে বের না হয় সে লক্ষে পৌরসভা সহ উপজেলা ৬টি ইউনিয়নের সর্বত্র ঘন ঘন মাইকিং, লিফলেট বিতরন সহ বাজার লগডাউন তথা সরকারি নির্দেশনা মানিয়ে মানুষকে যার যার ঘরে থাকার জন্য সকল প্রকার চেষ্টা অব্যাহত রেখেছেন। অন্যদিকে বাজারে ওষুধ ও কাচাঁবাজার ছাড়া অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এছাড়া পরিস্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য পৌরশহর সহ কাছাকাছি সড়কে পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে ব্লিসিং পাউডার মিশ্রিত পানি স্প্রের মাধ্যমে ছিটাতে দেখাগেছে।
থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, আমি সহ থানার সকল অফিসার, সদস্যরা মানুষকে সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা সহ উপজেলায় বিদেশ থেকে আসা ব্যক্তিদের সনাক্ত করে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে সু-রক্ষায় সরকারের নির্দেশনায় ২৪ ঘন্টাই কাজ করছি। কেউ যাতে কোন প্রকার গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি না ঘটায় বরং গুজবে কান নাদিয়ে তিনি সচেতন হওয়ার আহবান জানান।
Leave a Reply