মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় পৌর প্রজন্ম লীগের সভাপতি সৈকত হোসেনকে ইয়াবাসহ আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনা পাথরঘাটা উপজেলার বিষখালি-বলেশ্বরের সংযোগ খালের মুন্সীরহাট এলাকা থেকে আটক করা হয়।
এর আগে প্রেমের প্রস্তাব সাড়া না দিলে এসিড নিক্ষেপের হুমকি দিয়েছে বরগুনা পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের এন আই খান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীকে। এর প্রতিবাদ করায় বিদ্যালয়ের অপর দুই শিক্ষার্থীর হাত কেটে নেওয়ারও হুমকি দেয় কিশোর গ্যাং সৈকত সহ তার অনুসারী বেল্লাল, সাকিব, আসাদ, আমিনুল, রাজু, রুবেল, তুহিন ওরফে রনি, ইব্রাহিম সহ অন্যান্যরা।
এ বিষয়ে দৈনিক আমাদের সময় “প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে এসিড মারার হুমকি কিশোর গ্যাংয়ের” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন এই বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ‘পাথরঘাটা নিউজের নির্বাহী সম্পাদক কাজী রাকিব, বার্তা সম্পাদক এ এসএম জসিম সহ অন্যান্য আরও তিন-চারজন সাংবাদিককে হুমকি দেয় সৈকত বাহিনী। পরে প্রতিবেদন দেখে তাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা প্রজন্ম লীগ।
আটক সৈকত হোসেন চরদুয়ানী ইউনিয়নে হোগলাপাশা গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
কোস্টগার্ড স্টোশন কমান্ডার মেহেদী হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে বিষখালি ও বলেশ্বর নদের সংযোগ খালের মুন্সিরহাট ব্রীজ এলাকায় ইয়াবা কেনাবেচা সময় আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার অপর সহযোগী পালিয়ে যায়।
পাথরঘাটা থানা পুলিশ সুত্রে জানা যায় সৈকতের বিরুদ্ধে থানায় মাদক, মারামারিসহ একাধিক অভিযোগ রয়েছে।
Leave a Reply