বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ দেশের উন্নয়নের অগ্রযাত্রায় তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে বরিশাল বিমানবন্দরে। ফ্লাইট সংখ্যাও বাড়ছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। তবে সেই নিরাপত্তা শুধু মাত্র প্রধান ফটক পর্যন্ত সীমাবদ্ধ। প্রাচীর টপকে বা ভাঙা সীমানা প্রাচীর দিয়ে ঢুকছে মানুষ ও বিভিন্ন প্রাণী। এতে বাধাগ্রস্ত হচ্ছে বিমান ওঠানামা।
বর্তমানে এ বিমান বন্দরে প্রতিদিন ৬টি ফ্লাইট ওঠানামা করে। তবে এর নিরাপত্তা ব্যবস্থা নাজুক বলে অভিযোগ পাওয়া গেছে।
সর্বশেষ সোমাবার ৪টা ২৫ মিনিটের দিকে রানওয়ের উত্তরপ্রান্ত থেকে হঠাৎ অজ্ঞাত একাধিক ব্যক্তি রানওয়েতে ঢুকে পড়ে। এদিকে ইউএস বাংলার একটি ফ্লাইট ৪টা ৩৫ মিনিটে বরিশাল বিমানবন্দরে ল্যান্ড করার সময় ছিল। কিন্তু অজ্ঞাত ব্যক্তিদের রাওয়েতে অবাদ প্রবেশের ফলে উত্তর-পূর্ব প্রান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তকর্মীরা বিমান বন্দরের কন্ট্রোল টাওয়ারে বার্তা প্রেরণ করেন। কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের ককপিটে পাইলটকে কিছুক্ষণ পরে অবতরণের নিদের্শনা প্রদান করা হয়। সবকিছু মিলিয়ে প্রায় ১০ মিনিট পর বিমানটি বন্দরে নামে।
বিমানবন্দরের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, এ বিমানবন্দরের এখনও পর্যাপ্ত নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সীমানা প্রাচীর।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আ রহিম তালুকদার ওই ঘটনাকে ঊর্ধতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি রহমতপুর থেকে বাবুগঞ্জ যাওয়ার সড়কে নিরাপত্তা প্রাচীর অরক্ষিত বলে স্বীকার করেন।
বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের বরিশাল স্টেশন ইনচার্জ মো. সাইফুর রহমান বলেন, এ ধরনের পরিস্থিতিতে পাইলটের মুভমেন্ট অন্যদিকে প্রভাবিত হলে বড় ধরণের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে।সুত্র,কালের কন্ঠ
Leave a Reply