সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহন করেছে বরিশালের কয়েক শ’ শিশু ও তরুন। ’গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ বা ‘আন্তর্জাতিক জলবায়ু অবরোধ’ কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক র্যালী পূর্ব বিক্ষোভে উপস্থিত থেকে কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক একটি শিশুদের আন্দোলন। শিশুদের ভবিষ্যতের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এইচ তৌফিক আহমেদ এবং প্ল্যান ইন্টারন্যাশনালের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ রেজানুল হক কর্মসূচিতে একাত্মতা ঘোষনা করে অংশগ্রহন করেন। বরিশাল সিটি করপোরেশন, ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশন্যাল, এ্যাকশন এইড, এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক এবং সেইভ দ্যা চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবীতে ‘ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর সমন্বয় করে ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমানের সঞ্চলনায় র্যালী পূর্ব স্বাগত বক্তব্যে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবী জানান। পরে একটি বর্নাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
Leave a Reply