মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা সংলগ্ন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস ইলিশের অভয়াশ্রম হওয়ায় সকল ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। ওই সময় জেলোরা যাতে নদীতে কোন প্রকার জাল না ফেলে এ লক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটি বুধবার ইলিশ উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক সভা করেছে।
এছাড়া উপজেলার বিভিন্ন মাছ ঘাট, জেলে পল্লী, মাছ বাজার ও গুরুপূর্ণ স্থানসমূহে প্রশাসন সচেতনতা মূলক প্রচার কার্যক্রম চালাচ্ছে। সকালে তেঁতুলিয়া নদী সংলগ্ন গংগাপুর ইউনিয়নের নয়নের খাল ও দাড়িয়া এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় বড়মানিকা ইউনিয়নের সরাজগঞ্জ মাছঘাটে মেঘনার পাড়ে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক সভা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন এর সভাপত্বিতে ওই সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা সভাপতি আবু ছায়েদ মাঝি, পক্ষিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, জাতীয় মৎস্যজীবী সমিতির বড়মানিকা ইউনিয়ন সভাপতি দাইমুদ্দিনসহ স্থানীয় জেলে, মৎস্যজীবী, আড়ৎদার, মাছ ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এছাড়া মঙ্গলবার সকালে সাচড়া ইউনিয়নের দরুইন বাজার, কাচারি খাল, সোনা মিয়ার বাজার ও নদীতীরে এবং বিকালে জয়া বাজার ও মাছ ঘাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। গত দুই দিন ধরে নদী তীর সংলগ্ন এলাকা এবং মাছঘাটগুলোতে মাইকিং করা হয়। ল ঘাট, মাছঘাট, মাছবাজার ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে। আগামীকালও দিনব্যাপী প্রচার কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন জানান, মার্চ ও এপ্রিল টানা দুই মাস ভোলার বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ অভয়াশ্রম হওয়ায় সকল ধরণের মাছ ধরা নিষেধ। ইলিশ রক্ষার্থে সরকারের এ কর্মসূচী বাস্তবায়নের জন্য আমরা সকল রকম প্রস্তুতি গ্রহণ করেছি।
Leave a Reply