জনতার রাজনীতি ও আওয়ামী লীগ Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য কোন দ্বন্দ্ব নেই: চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির মোবাইল ইন্টারনেট গতি সূচকে বাংলাদেশের আরও অবনতি ৫২৭টি ভারতীয় খাদ্যপণ্যে ক্যানসার সৃষ্টিকারী উপাদানের অস্তিত্ব মিলেছে: ইইউ মাদক মামলার বাদী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, আসামী খালাস কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা বৃষ্টির জন্য বরিশালে ইসতিসকার নামাজ আদায় সদর উপজেলার শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই : এসএম জাকির তাপপ্রবাহে তৃষ্ণার্তদের মাঝে ইয়াস’র পানি ও স্যালাইন বিতরণ মঠবাড়িয়ায় বৃষ্টি কামনা করে ইসতেস্কার নামাজ আদায় বৃষ্টির জন্য ঝালকাঠিতে ইস্তিসকার নামাজ আদায়




জনতার রাজনীতি ও আওয়ামী লীগ

জনতার রাজনীতি ও আওয়ামী লীগ

জনতার রাজনীতি ও আওয়ামী লীগ




অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান

আওয়ামী লীগ বিপ্লবের নাম, সংগ্রামের নাম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস মানে আওয়ামী লীগ। এছাড়া ৬-দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানও আওয়ামী লীগের সৃষ্টি। দলটির নেতা কর্মীদের রাজনৈতিক জীবনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তাদের বেশিরভাগ সময় কেটেছে রাজপথে মিছিল মিটিং করে আর কেটেছে জেলে। শুধু পাকিস্তান সরকারের নির্যাতন নয়, স্বাধীন বাংলাদেশে ৭৫-এর পট পরিবর্তনের পর দলটির বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে ২১ বছর। এমনকি ১/১১ সময় দলের নেতাকর্মীদের রাষ্ট্রীয় সন্ত্রাসের সম্মুখীন হতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারা বন্দি করা হয়। তাকে বিদেশে নির্বাসন দেয়ার চেষ্টা করা হয়। তবু বারবার জনগণের কল্যাণে দলটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কোনো অপশক্তির কাছে পরাজিত হয়নি। এসব আন্দোলনে আওয়ামী নেতাকর্মীরা যেমন রক্ত দিয়েছেন, তেমনি কারাবরণ করেছেন এবং জীবন বিসর্জন দিয়েছেন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য কোন দলের এমন আত্মত্যাগ ও সংগ্রামের নজির নেই। এই দলের অর্জনের তুলনায় অন্য দলের অর্জন খুব অল্প। মজলুম জননেতা মাওলানা ভাষানী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত নেতা এ দলকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। এ দেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশ সার্বিক দিক দিয়ে এগিয়ে গেছে।

বর্তমানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত আওয়ামী লীগ টানা ২বার সরকার পরিচালনা করছে। দেশের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, কৃষি, প্রতিরক্ষা, বাণিজ্য এবং শিল্প খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। যার কারণে সারা পৃথিবীতে বাংলাদেশ একটি রোল মডেল। ডিজিটাল বাংলাদেশের সুফল বাংলার প্রতিটি ঘরে ঘরে। আগে আমাদের আক্ষেপ ছিল সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে ভালো ভাবে পৌঁছায় না। আর বিএনপি-জামাত চক্র এই সুযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়। গত কয়েক বছর ধরে তাদের উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের কাছে পৌঁছে দিতে এবং ভ্রান্ত ধারণা ও অপপ্রচার রুখতে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জোরেসোরে কাজ করছেন। ফলে দেশের সার্বিক উন্নয়নের চিত্র সম্পর্কে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনও জানতে পারছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি, কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে জানানো অনেক জরুরী। কারণ, সাধারণ মানুষই ভোটের মাধ্যমেই তাদের নেতৃত্ব ঠিক করবে। তাই আওয়ামী লীগকে নিয়ে জনমনে যত বেশি ভ্রান্ত ধারণা থাকবে তত বেশি ষড়যন্ত্রকারীদের লাভ হবে। এজন্য দেশের উন্নয়নচিত্র জানাতে এবং ভ্রান্ত ধারণা রুখতে আওয়ামী কর্মীদের আরো বেশি সক্রিয় ও সচেতন হতে হবে। নতুবা সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে ভুল করবে না। আর আওয়ামী লীগ হঠাৎ সৃষ্ট কোন দল নয়। এর রয়েছে গৌরবময় ইতিহাস ও পথ পরিক্রমা।

আর এ কারণে দলকে এগিয়ে নিতে হলে সবার আগে ত্যাগী ও সিনিয়র নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। আমি মনে করি, এসব নেতা কর্মীরা যদি প্রাপ্য সম্মান না পান, তাহলে তা দলের জন্য ক্ষতির কারণ হবে। তাই যে নেতা বা কর্মী দলের জন্য যতটুকু করবে তাকে দল থেকে ততটুকু মূল্যায়ন করতে হবে। দলের ভেতর বিশ্বাসঘাতক বা সুযোগ সন্ধানীদের বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ এদের ষড়যন্ত্র ও নীলনকশায় অনেক ত্যাগী ও জেষ্ঠ্য নেতার অবমূল্যায়নের নজির প্রতি জেলাতেই কম বেশি আছে। অথচ আমরা সবাই জানি দেশ ও জাতির কল্যাণের জন্য এসব নেতা কর্মীদের খুব প্রয়োজন। এদের যথার্থ মূল্যায়ন না করলে নতুন করে নিবেদিত প্রাণ কর্মী ও নেতা তৈরি হবে না। আওয়ামী লীগকে অবশ্যই এই দিকে খেয়াল করতে হবে। অন্যদিকে টানা দুবারের ক্ষমতায় থাকায় এখন অনেকের মুখেই বঙ্গবন্ধুর কথা শুনি। এদের মধ্যে কারা প্রকৃতভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসে তা বুঝতে হবে। তাদের কথা মনে রাখতে হবে, যারা দলের দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছিল। কারা নির্যাতনের মুখে কিংবা কারো চাপের মুখে বঙ্গবন্ধুর আদর্শ ভুলে যায়নি। তাদেরকে মূল্যায়ন করতে হবে সবার আগে। কারণ সুসময়ের বন্ধুর চেয়ে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তাই কোন দুধের মাছিকে যেন গুরুত্ব না দেয়া হয়, সেই দিকে সজাগ থাকতে হবে। আবার দলের অনুপ্রবেশকারীদেরকেও নিয়ে ভাবা দরকার। একসময় জামাত শিবির করত এরকম অনেকেই এখন আওয়ামী লীগে ঢুকতে চায়। আবার কোথাও ঢুকেছে। এসব অনুপ্রবেশকারীরা দলের মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি করবে। যাকে তাকে আওয়ামী লীগে স্থান দিয়ে দলের ইমেজ ক্ষুন্ন করা যাবে না। যাকে তাকে দলে স্থান দিলে তাদের অপকর্মের ভার দলের ওপরও এসে পড়বে। আর আওয়ামী লীগের ভুলের খেসারত শুধু দলটি একা নয় পুরো জাতিকে দিতে হয়।

কোনরকম দলীয় কোন্দল সৃষ্টি হতে দেয়া যাবে না। আওয়ামী লীগ কোন্দলের দল নয়। দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, ও দলের প্রশ্নে সবাইকে হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। নিজেরদের মধ্যে ভুল বুঝাবুঝি, মান অভিমান ভুলে এগিয়ে যেতে হবে।

অন্যদিকে মুখে মুখে বঙ্গবন্ধুর নাম, কিন্তু কাজে কর্মে অন্য কিছু, এমন নেতা কর্মী আমরা চাই না। দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তাঁর বিভিন্ন বক্তব্যে এ বিষয় নিয়ে কথা বলেছেন। জাতির জনক বঙ্গবন্ধরু কন্যার মতো আমরাও চাই যে, কেবল কথাবার্তা বক্তব্যে নয়, কাজের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ অক্ষুন্ন থাকুক। যোগ্য নেতা হতে হলে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে সবার স্বচ্ছ ধারণা থাকতে হবে। বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও আওয়ামী লীগ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে কেউ কীভাবে সচেতন আওয়ামী কর্মী হতে পারবে ? যারা ভালো রাজনীতিবিদ হতে চায় তাদের অবশ্যই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়া উচিত। আদর্শ নেতা কর্মী না হলে আদর্শ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। মুখে মুখে নয়, বঙ্গবন্ধুর আদর্শ কাজেকর্মে এবং অন্তরে ধারন করলেই আওয়ামী লীগ সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। দলের প্রতি আাহবান জানাই , ঐতিহ্য ধরে রাখতে ত্যাগী ও সিনিয়র নেতা কর্মীদের মূল্যায়ন করুন। নতুনদের সুযোগ দেয়ার নামে অযোগ্য অর্বাচীনদের সুযোগ দেবেন না। অনুপ্রবেশকারী এবং মুখোশধারীদের সম্পর্কে সচেতন হয়ে তাদের কে দল থেকে দুরে রাখুন। নেতা কর্মীরা বিভেদ ভুলে দেশের স্বার্থে এক কাতারে দাঁড়ালে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

একটা কথা বলে শেষ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে আমি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলাম। আমি যখন এমবিএ করি তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. মিজানুর রহমান স্যার মাঝে মাঝে বলতেন, ‘‘বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষকে নিজের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি নেতা কর্মীদের নামধাম মনে রাখতেন ও সাধারণ মানুষের সাথে নিঃসঙ্কোচে মিশে যেতেন। সে কারণে দেশের মানুষ তাঁকে নিঃস্বার্থভাবে শ্রদ্ধা করেছে এবং করছে। তাই আওয়ামী লীগ করতে হলে আগে সাধারণ মানুষকে ভালোবেসে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।’’ মনে আছে ড. মিজান স্যার আরও বলতেন, ‘‘তোমরা যারা রাজনীতি করতে চাও, তারা আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখো। তাহলে তোমার রাজনৈতিক কর্মকা-ে দেশ উপকৃত হবে। তোমার রাজনীতিতে যদি সাধারণ মানুষের কোন উপকার না হয় তবে সেই রাজনীতির কোন দাম নেই।’’ স্যারের কথা এখনো মনে গেঁথে আছে। আসলেই তো, রাজনীতি করে যদি কারো উপকার না হয় তবে সে রাজনীতি মূল্যহীন। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। দেশের উন্নতির জন্য রাজনীতি করে। আমি আশা করি, এই রাজনৈতিক ধারা যোগ্য নেতা কর্মীদের মধ্য দিয়ে অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD