সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক খালেকুজ্জামান ভূইয়া বলেছেন, দেশ স্বাধীন হওয়ার ৪৭ বছরেও সাধারণ জনগনের হাতে ক্ষমতা আসেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করে জনগনের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ কি পেয়েছে? জনগন আজ ক্ষমতার বাইরে ছিটকে পড়েছে। যে জনগন দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছে; আজ তাদের হাতে কোন ক্ষমতা নেই।
গতকাল শুক্রবার (২৬ই অক্টোবর) বিকালে বরিশাল নগরীর আর্যলক্ষ্মী ভবন মিলনায়তন সভা কক্ষে লুটপাট-দুর্নীতি-পরিবারতন্ত্রের বিপরীতে বাম-গণতান্ত্রিক দেশপ্রেমীদের শক্তি গড়ে তোলার লক্ষে বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রসিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আঃ ছত্তার ও বরিশাল বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।
সুধী সমাবেশে বাম-গণতান্ত্রিক জোট ও প্রগতিশীলদের সমর্থক নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
Leave a Reply