মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলাধীন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওই জাটকা ইলিশ উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন।
জানা যায়, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনারের নির্দেশে ও বাংলাদেশ কোস্ট গার্ডের চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে সোমবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, উদ্ধারের পর জাটকা ইলিশগুলো সকাল ১১টার দিকে চরকচ্ছপিয়া কোস্ট গার্ডের অফিসের সামনে আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিনের আদেশে সেগুলো উপজেলার ২০টি এতিমখানাসহ দুস্থ-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
Leave a Reply