মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড -১৯) এর ব্যাপক বিস্তারপ জনজীবন বিপন্ন। সেই প্রভাবের মধ্যে নদী তীরবর্তী পিরোজপুরের কাউখালী উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি বর্ষণে ও স্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচু ভূমির গ্রামাঞ্চল।
করোনা প্রকোপে কর্মহীন হয়ে আছে দিনমজুর মানুষগুলো, তারমধ্যে পানিতে গৃহবন্দী। এমন খবর পেয়ে শুক্রবার (২১ আগস্ট) বিকালে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ-সাহায্য নিয়ে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের সাপলেজায় ছুটে যান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা।
এসময় তার সঙ্গে ছিলেন সহকারী ভূমি কমিশনার মোঃ রফিকুল হক। এদিন ক্ষতিগ্রস্ত উপস্থিত জনগণের মধ্যে খাদ্য সামগ্রী চাল, ডাল, লবন, তেল ও মাস্ক বিতরণ করেন তারা।
Leave a Reply