বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানার সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনের অভিযোগে মোহাম্মদ আলী হাওলাদার ও জিহাদ হাওলাদার নামে পিতা পুত্রের বিরুদ্ধে মামলা করেছে মালিকপক্ষ। সোমবার বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরীর নিট ওয়ার্ল্ড লিমিটেড নামে গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোজাহিদুল ইসলাম এ মামলা দায়ের করেন।
মোহাম্মদ আলী হাওলাদার (৫৫) ও তার ছেলে জিহাদ হাওলাদারের (৩০) গ্রামের বাড়ি বরিশাল জেলার বিমানবন্দর থানার বিল্ববাড়ী। তারা ফতুল্লার হাজীগঞ্জ হযরত শাহ জালাল রোডের ৩৩নং বাড়িতে বসবাস করে নীট ওয়ার্ল্ড গার্মেন্টে বন্ড সংক্রান্ত কলসালটেন্ট হিসেবে কাজ করতেন।
মোজাহিদুল ইসলাম জানান, বন্ড অডিট সম্পন্ন করার জন্য ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় মোহাম্মদ আলী ও তার ছেলে জিহাদ গার্মেন্ট থেকে ২৮ লাখ ৬৮ হাজার টাকা গ্রহণ করে। একই সঙ্গে কৌশলে প্রতিষ্ঠানের মূল শিপিং বিল, বিল অব এন্ট্রি, ইউডি, বিটিএমএ, পিআরসি ও আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত কাগজপত্র নিয়ে আত্মগোপন করেন। এতে প্রতিষ্ঠানের অডিট কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থগিত করে রাখে। ফলে বৈদেশিক বায়ার নিট ওয়ার্ল্ড থেকে আমদানীকৃত মালামাল রপ্তানিতে অনীহা প্রকাশ করেন। এতে প্রতিষ্ঠানের প্রায় ৭/৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Leave a Reply