সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে রাসেল হোসেন (১৯) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৮ মার্চ) রাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত যুবক উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত ও পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার নিলতী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে (১৪) স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল বখাটে রাসেল হোসেন।
শনিবার (৭ মার্চ) রাত তিনটার দিকে রাসেল ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার ঘরের জানালায় ধাক্কাধাক্কি করে। এ সময় মেয়েটি ডাকচিৎকার দিলে তার পরিবারের লোকজন এস বখাটে রাসেলকে আটক করে। পরে রোববার ওই ছাত্রীর বাব ৯৯৯ এ কল করলে কাউখালী থানা পুলিশ নিলতী গ্রাম থেকে ওই বখাটে যুবককে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উত্যক্তকারী যুবক রাসেলকে ৬ মাসের বিনাশ্রমে করাদণ্ড দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ে ও ইভটিজিং রোধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। স্কুল, কলেজ, মাদরাসার ছাত্রীদের বাল্যবিয়ে ও ইভটিজিংমুক্ত যাতায়াত নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply