সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ সুপার সাইক্লোন আম্ফান জলোচ্ছ্বাস, প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, নিয়ে ব্যাপক শক্তি অর্জন করে স্থলভাগে তা-ব চালিয়ে কাউখালী উপজেলার উপকূলে ভয়ংকর আম্ফান তছনছ করেছে গাছপালা, মানুষের ঘরবাড়ি, মাছের ঘের, বেরিবাঁধ। ১৩টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে
আম্ফান উপকূলে আছড়ে পড়ার আগেই গত বুধবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁচটি নদী ও ছোট-বড় খালগুলোতে পানি ৩ থেকে ৬ ফুট বেড়ে যায়।
এ কারণে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। রাত পর্যন্ত বহু গ্রাম তলিয়ে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আম্ফান যখন আঘাত হানে, তখন ৭-৮ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে।
আম্ফানের প্রভাবে বৃষ্টিপাত ও দমকা বাতাসের কারণে উপজেলার নদীগুলো উত্তাল হয়ে ওঠায় শিয়ালকাঠি, চিরাপাড়া, সয়না রঘুনাথপুর, আমড়াজুড়ি ইউনিয়নের বিভিন্নস্থানের বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়ায়। ১৩ গ্রামে পানি প্রবেশ করে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে রয়েছে। নদী তীরবর্তী এলাকাগুলোর তিন হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলো। জলোচ্ছ্বাস এর কারণে উপজেলার নিচু এলাকার অধিকাংশ বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হাটু সমান পানি ঢুকে যায়।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। জলোচ্ছ্বাস এর কারণে উপজেলার কয়েক শতাধিক মাছের ঘের ও পুকুর থেকে মাছ ভেসে গেছে। কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক বৃন্দ বিভিন্ন রাস্তার উপর পড়ে থাকা গাছপালা তারা রাত থেকেই অপসারণ করার কাজে নেমে পড়েছেন। এছাড়া উপজেলার ১৪টি আশ্রয় কেন্দ্রে রাতে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন।
এ দিকে সন্ধ্যা নদীতে ঢাকা ও মোংলা গামী জাহাজ, কোস্টার, কার্গো গুলো নিরাপদ আশ্রয় গ্রহন করেছে।
Leave a Reply